জুরাইনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ-মিছিল করছে আ.লীগ
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১৩:০১ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১৩:১৩
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত শোকমিছিল কর্মসূচি বাতিল করে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ-মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শনিবার সকাল ৯টা থেকে জুরাইন মাজার শরীফ পূর্ব গেইটে ফ্লাইওভারের নিচে নেতাকর্মীদের নিয়ে অবস্থান ও বিক্ষোভ মিছিল করছে ক্ষমতাসীন দলটি।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার শোক মিছিলের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। একইদিন বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা বিরাজ করতে থাকে। তবে শেষ মুহূর্তে কর্মসূচি প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত শোক মিছিল বাতিল করে তারা।
শুক্রবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো বার্তায় জানানো হয়, শনিবার বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)