১৫ বলে প্রয়োজন ছিল ১ রান, নাটকীয়ভাবে টাই ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৩:৩৯

সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ব্যর্থতার বৃত্তে বন্দী শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর বদ্ধপরিকর ছিল ওয়ানডে সিরিজে ভালো কিছু করার। কিন্তু প্রথম ওয়ানডেতে ভারতের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি লঙ্কানরা। তবে বোলারদের প্রাণপণ চেষ্টায় শেষ দিতে নাটকীয়ভাবে ম্যাচটি ড্র করতে পেরেছে স্বাগতিকরা।

শুক্রবার প্রেসাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২৩১ রানের নড়বড়ে লক্ষ্য তাড়ায় ২১১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। শিবম দুবের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রায় জয়ই পেয়ে যাচ্ছিল ভারত। কিন্তু ড্র করে (২৩০ রানের মাথায়) উইকেট বিলিয়ে দেন দুবে। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চারিথ আসালঙ্কা। পার্ট টাইমের এই অফস্পিনার নতুন ব্যাটার অর্শদীপ সিংকে পরের বলেই এলবিডব্লিউ করেন। ফলে ২৩০ রানেই অলআউট হয়ে যায় ভারত। যে কারণে ম্যাচটি শেষ হয় ড্র-তেই।

টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বড় জুটি গড়তে পারেনি। তৃতীয় ওভারেই ওপেনার আবিষ্কা ফের্নান্ডোকে (১) ফেরান আর্শদিপ সিং। প্রায় দশ ওভার টিকে থাকার পর শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ে। এনবার কুশল মেন্ডিসকে (১৪) ফেরান শিবম দুবে। রান পাননি সাদিরা সামারাবিক্রমাও (৮)। তবে ওপেনার পাথুম নিশাঙ্কা (৫৬) ফিফটি করেন।

এরপর শেষ দিকে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন দুনিত ভেল্লালেগে। সাত চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬৭ রান করেন তিনি। সঙ্গে ভানিন্দু হাসারাঙ্গাও (২৪) দুর্দান্ত খেলেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। তারা উদ্বোধনী জুটিতে তুলেছিল ৭৫ রান। শুভমান গিল ১৬ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের মতোই রোহিত এদিন ব্যাট চালিয়েছেন। শ্রীলঙ্কার কোনো বোলারকেই পাত্তা দেননি। ফিফটি করে সাজঘরে ফেরেন তিনি।

কোহলি ধীর গতির শুরু করেছিলেন তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৪ রান করে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার।

শ্রেয়াস আইয়ারের বদলে ওয়াশিংটন সুন্দরকে চার নম্বরে প্রমোশন দেন গৌতম গম্ভীর। তবে তা কাজে লাগেনি। ৪ বলে ৫ রান করে ফেরেন ওয়াশিংটন। পাঁচ নম্বরে নেমে আইয়ার করেছেন ২৩ রান। তাতে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত।

সেখান থেকে খেলার মোড় ঘোরানোর চেষ্টা করেন লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। ৫৭ রানের জুটি গড়েন দুজনে। রাহুল (৩১) এবং অক্ষর (৩৩) আউট হওয়ার পরেও মনে হচ্ছিল ভারত জিততে পারে। কারণ তখনও ছিলেন শিবম দুবে। শেষ দিকে রানের গতি বাড়িয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ ১৫ বলে যখন মাত্র ১ রান লাগে জয়ের জন্য, তখন বড় শট খেলতে গিয়ে আউট হন দুবে। এরপর উইকেটে এসে প্রথম বলেই ফেরেন আর্শদীপ। তাতে ড্র হয় ম্যাচ।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :