দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১৪:১৯

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি পেসার কেমার রোচ। অবশেষে চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরেছেন তিনি। তার ফেরার সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার ও সহ-অধিনায়ক আলজারি জোসেফকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (২ আগস্ট) সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। জোসে জোসেফের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা।

এই সিরিজ থেকে বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লিয়ার। ইংল্যান্ড সিরিজেমার্ক উডের বলের আঘাতে বাম হাতের হাড় ভেঙেছিল তার। এছাড়া দলে নতুন মুখ হিসেবে এসেছেন অফ স্পিনার ব্রায়ান চার্লস। ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে সাত ম্যাচের মাত্র একটি জিতে টেবিলের তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজটি জিতে টেবিলে ওপরের দিকে ওঠার সুযোগ থাকছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দলের সামনে।

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগামী বুধবার শুরু হবে প্রথম টেস্ট। গায়ানার প্রভিডেন্সে দ্বিতীয় টেস্ট ১৫ আগস্ট থেকে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।  

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এনবিডব্লিউ)