শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১৬:০৮ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১৭:০৯
কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত দুই পুলিশ সদস্য হলেন— উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। গত বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। দুই দিন বিষয়টি গোপন থাকলেও শনিবার তা প্রকাশ পায়।
বরখাস্ত হওয়ার আগে এস আই আমীর হোসেন রংপুর পুলিশ লাইন্সে এবং সুজন চন্দ্র মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় কর্মরত ছিলেন।
আমীর হোসেনের বাড়ি পঞ্চগড় জেলায় এবং সুজন চন্দ্রের বাড়ি দিনাজপুরে। তারা উভয়ই ২০১৩ সালে পুলিশ বিভাগে যোগদান করেন।
শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর ছিদ্দিক ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাঈদ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। সাঈদের বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। ৯ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমআর)