ইবিতে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর 

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১৬:৩৬

ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের বাইরে ও ভেতরে ভাঙচুর করা হয়েছে। অফিসে থাকা চেয়ার, টেবিল, টিভি ও ড্রয়ার ভাঙচুর করে বাইরে ফেলে দেওয়া হয়েছে। কয়েকটি টিন খুলে ফেলা হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে মেইন গেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গ্রাফিতি আর্ট করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দিতে আন্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক। 
(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)