মাঠের কর্মসূচিতে আ. লীগ, রবিবার সারাদেশে জমায়েত
রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার এ জমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া সাম্প্রতিক সহিংসতা ও ১৫ আগস্টে নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়া শোক মিছিলটি সোমবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওইদিন বিকাল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিল করবে দলটি।
কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অপরদিকে আমরা কোনও রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। পাল্টাপাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। সে কারণে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। যদিও শুক্রবার (২ আগস্ট) এবং আজকেও (শনিবার) আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।’
নতুন কর্মসূচির কথা জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত করা হবে। আর ৫ আগস্ট সোমবার আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।’
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় ৩২ শিশু নিহত হওয়া নিয়ে ইউনিসেফ যে বিবৃতি দিয়েছে সেটি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের লাভ আছে। তারপরও আমরা ইউনিসেফকে বলব ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/০৩আগষ্ট/ডিএম)