রাবিপ্রবিতে বিপুল পুলিশের সামনে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১৭:৫০ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১৮:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন, গণগ্রেপ্তার ও মৃতদের সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে সকাল ৮টায় সেখানে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় রাবিপ্রবিয়ানদের স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ। অনেকের হাতে ছিল পোস্টার। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে গিয়াস উদ্দিন ও আব্দুস সাত্তার বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন গণগ্রেপ্তার করা হচ্ছে। শিশু-কিশোরদের রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাই। সব হত্যার বিচার চাই। জেলে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা-হয়রানি বন্ধ চাই।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়া বিজিবিকে শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়।


(ঢাকাটাইমস/৩আগস্ট/এএইচ/মোআ)