শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১০ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৮:৪৯

দেশের সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে দেশের প্রতিটি জেলা-উপজেলাসহ প্রত্যেকটি জায়গায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শুরুর আগে বায়তুল মোকাররম থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মিছিলটি হাইকোর্ট মাজার মোড় হয়ে আবারও পল্টন মোড়ের দিকে যায়। পল্টন মোড় হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ করা হয়।

পরে পল্টন মোড়ে অস্থায়ী মঞ্চে ভাষন দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসেডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী ইছহাক মোহাম্মদ আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী প্রমুখ।

সমাবেশে ফয়জুল করীম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে আমরা আগেও ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এই আন্দোলন কোনো ব্যক্তি গোষ্ঠীর নয়। এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, মানুষের জীবন বাঁচানো ও নিরাপত্তার আন্দোলন। আন্দোলনকে বন্ধ করার জন্য খুনি শেখ হাসিনার সাথে যদি কেউ লিঁয়াজো করে বা বসে তাহলে আমরা মনে করব তারা দালাল।’

শায়খে চরমোনাই বলেন, ‘শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়। এখন একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ।’

ইসলামী আন্দোলনের এই সিনিয়র নেতা আরও বলেন, ‘আমরা শুধু এখন একটি সংবাদের অপেক্ষায় আছি; কোনদিন কোন সময় শেখ হাসিনা পদত্যাগ করবে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

দলের কেন্দ্রীয় নেতারা মিছিলে অংশ নেনসমাবেশ থেকে তিনি আগামী ৫ আগস্ট গণভবনের উদ্দেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগামী সোমবার সকাল ১১টায় বায়তুল মোকাররম থেকে রাজধানী ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে শেখ হাসিনার পদত্যাগ জন্য গণমিছিল হবে।’ সেই মিছিলে সব শ্রেণীর-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই শেখ হাসিনা সরকারকে আপনারা কেউ সহযোগিতা করবেন না। তাকে সহযোগিতা করলে মনে করব আপনারা নিজেদের খুনি হিসেবে স্বীকার করে নিয়েছেন।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমআই/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নিজের ভোট নিজে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না: গয়েশ্বর

আওয়ামী লীগের কবর রচনা না করা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে: শাহজাহান

ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি: মির্জা ফখরুল

শেখ হাসিনার ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: যুবদল সভাপতি

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে: শামসুজ্জামান দুদু 

ছাত্র-জনতার জনস্রোতে স্বৈরাচার হাসিনা ভেসে গেছে: মঈন খান

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

চট করে চলে আসেন, জনগণ আপনার অপেক্ষায়: শেখ হাসিনাকে মির্জা আব্বাস

সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: এস জয়শঙ্কর 

এই বিভাগের সব খবর

শিরোনাম :