ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশ দখল করে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ২০:১৩ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ২০:১৫
দেশব্যাপী বৈষম্যবিরোদী আন্দোলনকারীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে। অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকা দখলে নিয়ে নেয় তারা।
শনিবার বিকালে সাড়ে ৩টা থেকে মহাসড়কের সানারপাড় অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়কের ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয় লেন বন্ধ করে রেখেছে। ফলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মব্যস্ত মানুষদের।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নিলেও বিক্ষোভ শুরুর পর তাদেরকে দেখা যায়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকার পতনের বিভিন্ন স্লোগানে সড়ককে মুখরিত করে রাখে। তারা ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সানজিদা খাতুন নামের এক শিক্ষার্থী বলেন, অধিকার আদায়ের লক্ষ্যে নেমেছি, জয়ী হয়ে ফিরবো। দাবি আদায় ছাড়া নামছি না।
সবুজ নামের আরেকজন বলেন, আমাদের ভাইদের রক্ত ঝরেছে আমরা এর বিচার চাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা শুনেছি সড়কে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। আমাদের টিম সেখানে যাচ্ছে।
ঢাকাটাইমস/০৩আগস/পিএস