শহীদ মিনার থেকে ফিরে ফেসবুকে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসনাত
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ২০:১৪
সরকার পতনের এক দফা এক দাবি ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতারা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দফা এক দাবি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিকে শহীদ মিনার থেকে ফিরেই ফেসবুকে বার্তা দিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই মাত্র শহীদ মিনার থেকে এসেছি। সেখানে ছাত্র জনতার যে গণবিস্ফোরণ হয়েছে, সেখানে প্রতিটি মানুষের এক দফার প্রতি সমর্থন প্রকাশিত হয়েছে।'
তিনি আরও বলেন, যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলন বাস্তবায়নের জন্য যে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে পালন করবেন। আমরা ঘোষণা করতে চাই, যতদনি না পর্যন্ত আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএম/এমআই)