শ্রীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, শ্রমিক নিহত
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ২১:৩৫
গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের সময় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে লেপ-তোশক প্রস্তুতকারী দোকানের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি চন্নাপাড়া গ্রামের মো. কাজল মিয়ার বাড়িতে ভাড়া থেকে লেপ–তোশক তৈরির কাজ করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে সংবাদকর্মীরা নিহত জাহাঙ্গীরের ভাড়া বাসার দিকে যাওয়ার সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে লাঠিসোঁটা হাতে বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা গেছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওই এলাকার সমন্বয়ক ইসরাত জাহান দাবি করেন, আজ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘রাস্তায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। আমরা ব্যস্ত আছি।’
ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস