উত্তরে আনোয়ার দক্ষিণে শেখ রবিউল ঢাকা মহানগর বিএনপির সমন্বয়ক
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ২২:১২ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ২২:৪৫
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং সদস্য সচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার মহানগর উত্তর বিএনপির সমন্বয়ক এবং আক্তার হোসেন সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
এছাড়াও বিজ্ঞাপ্তিতে বলা হয়, বরিশাল মহানগর এর সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/জেবি/কেএম)