প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ২৩:৩০ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০০:৫২
প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার রাতে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আন্দোলনকারীদের স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন... আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা (পদত্যাগ) করব যদি প্রধানমন্ত্রী মনে করেন।’
আপনারা জানানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিলো পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া। এ ২ তারিখে ৭৫ জন এবং ৩ তারিখে ৫৯ জন। দুই দিনে মোট ১৩৪ ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গেছে। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি আরও যেসমস্ত ছাত্র ধৃত (আটক) হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি।
কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ থাকে, যেমন যাত্রাবাড়ীতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে; এরকম যদি কারো নামে অভিযোগ থাকে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাকীদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। কোটা আন্দোলনের সব দাবি আমরা মেনে নিয়েছি। তারা যা যা পরবর্তীতে দাবি জানিয়েছে, পুলিশের বিচারের আওতায়া আনার; সেগুলোও আমরা করেছি। আমার মনে হয়, এখন সময় এসেছে আমাদের প্রিয় ছাত্র ভাইদের— যেহেতু তাদের আর কোনো দাবি নেই আমরা আশা করি তারা আন্দোলন থেকে স্ব স্ব ক্ষেত্রে চলে যাবে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।’
এসময় ঢাকা টাইমসের মেহেদীসহ একাধিক সাংবাদিক পুলিশের বুলেটে নিহতের ঘটনায় এক সাংবাদিকের করা প্রশ্নের জ বাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবী করেন, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।
তবে কাদের গুলিতে মারা গেছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই গুলির যে ঘটনাগুলো পেয়েছি, এগুলো অনেকগুলোই পুলিশের রায়ফেলের গুলি না।’
এদিকে ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিলের সময় ১৪ ঘণ্টা করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অর্থাৎ চলাচলে বিধিনিষেধ থাকবে না।
রবিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি বলবৎ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাতে তার বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কারফিউয়ের নতুন এ সময়সূচির ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এসআইএস)