হঠাৎ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক আজ ১১টায়
ছাত্র-জনতার চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা কাউন্সির, যা বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠক।
রবিবার বেলা ১১টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে জাতীয় নির্বাচনের আগে ১৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল।
আজকের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্যমন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।
উল্লেখ্য, দেশে চলমান আন্দোলনে সহিংসতায় শিশুসহ অন্তত ২০৩ জন নিহত হয়েছেন। গত শুক্রবার হবিগঞ্জ ও খুলনায় সহিংসতায় এক পুলিশ সদস্যসহ আরও দুইজন নিহত হন। সবশেষ গতকাল শনিবার চট্টগ্রাম ও গাজীপুরে অন্তত দুজন নিহত হয়েছেন।
(ঢাকাটাইমস/০৪আগস্ট/এফএ)