উত্তরায় ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
রবিবার সকাল পৌনে ১১টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, সকালে আমরা শান্তিপূর্ণভাবে হাউজ বিল্ডিং, বিএনএস, আজমপুর এলাকায় অবস্থান করছিলাম। সে সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের উদ্দেশ্য করে ইট-পাটকেল ও এলোপাথাড়িভাবে গুলি করতে শুরু করে। পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে অবস্থান নিয়েছি। পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর গুলি করতে করতে হামলা চালায়। এতে আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। সবাইকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, ‘দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়ে আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। ইতোমধ্যে আমরা একজনকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। বাকিদের অবস্থা খুবই ক্রিটিক্যাল।’
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টার দিকে উত্তরা এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপরই আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া পরিস্থিতি চলমান থাকে।
(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমআর)