মাঠে নামলেই জামায়াত-শিবিরকে গণধোলাই দেওয়ার ঘোষণা মাদারীপুর আ.লীগের

প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ১৪:১৮ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১৪:২৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

জামায়াত-শিবির জানমালের ক্ষতি করতে মাঠে নামলেই গণধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের এমন নির্দেশ দিয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা।

রবিবার সকালে কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তিনি।

এর আগে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর ঈদগাহ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের ভালো চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে। তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, সহ-সভাপতি জাহাঙ্গির কবির, আজাদ মুন্সি, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

ঢাকাটাইমস/০৪আগস্ট/পিএস