কুমিল্লায় শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে বাসচালক নিহত

প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ১৪:৫৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস

কুমিল্লার দেবিদ্বারে আন্দোলনরত শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় আব্দুল্লাহ রুবেল (৩৩) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। 

রবিবার দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ রুবেল বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত রুবেল প্রান্তিক নামের একটি যাত্রীবাহী বাসের চালক ছিলেন। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সড়কে বিক্ষোভ প্রদর্শনকালে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সময় ছাত্রলীগ নেতাকর্মীরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে গুরুতর আহত হন রুবেল। পরে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী এহসান জানান, নিহত ব্যক্তির পিঠে গুলি স্থায়ী ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, সংঘর্ষ চলাকালে রুবেল নিহত হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত এখনো জানি না। মরদেহ হাসপাতালে আছে।

ঢাকাটাইমস/০৪আগস্ট/পিএস