অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে শেখ কামাল ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৯:০২

ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। এর পরের স্তরেই আছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। প্রতি বছর দেশের সেরা ক্রীড়াবিদ, ফেডারেশন এবং সংগঠকসহ মোট আটটি পদে প্রেরণ করা হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ পাচ্ছেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান। আজ রবিবার ৪ জুলাই এই সম্পর্কিত ঘোষণা আসে।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার ৫ আগস্ট এই পুরস্কার বিতরণের কথা ছিল। তবে আজ এক ঘোষণার মাধ্যমে এই অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ৫ আগস্ট, ২০২৪ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত "শেখ কামাল জাতীয়্য ক্রীড়া পরিষদ পুরষ্কার-২০২৪" প্রদান অনুষ্ঠানটি অনিবার্যকারণবশত স্থগিত করা হলো।"

এবারের পদক তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম। খেলোয়াড় ক্যাটাগরিতে শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা পারভীন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগরের নাম চূড়ান্ত হয়েছে। ক্রীড়া সংগঠকের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ।

উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তাওহিদ হৃদয়। একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অ্যাথলেট জহির রায়হানও। ফেডারেশন হিসেবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ। ক্রীড়া সাংবাদিক হিসেবে পাচ্ছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম। আর ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পাচ্ছেন কল্যান কুমার সাহা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেয়ার কথা ছিল। পুরস্কার হিসেবে থাকবে এক লাখ টাকা ও ক্রেস্ট ও সম্মাননা পত্র।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ইংল্যান্ডকে ইউরো থেকে বাদ দেওয়ার হুমকি উয়েফার

অর্থসঙ্কটে নারী ক্রিকেটারদের ভাতা বন্ধ করলো পিসিবি

বাংলাদেশ সিরিজে ভারতের একাধিক তারকা থাকছেন বিশ্রামে 

বাংলাদেশ-ভারত সিরিজে যত রেকর্ডের হাতছানি

দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ভারত বধের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ, ইংল্যান্ড থেকে যোগ দেবেন সাকিব

‘পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো দল’ বাংলাদেশকে মনে করিয়ে দিলেন জাদেজা

পাকিস্তানের পর ভারতকেও টেস্ট সিরিজে হারাতে চাই: শান্ত 

তিন মাস পর মায়ামির হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়লেন মেসি

পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন তামিম, প্রশ্নের উত্তরে যা বললেন ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :