বাউফলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর, বিএনপি কার্যালয়ে যুবলীগ-ছাত্রলীগের হামলা

প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:৩৪ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ০২:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
রবিবার রাজধানীর পল্টন

পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বিকালে আন্দোলনকারী ছাত্র-জনতা ও আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে প্রশাসন কোনো সংঘাতে জড়ায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, আওয়ামী লীগের ৫০০/৬০০ জনের একটি মিছিল সোনালী ব্যাংকের মোড় পর্যন্ত গিয়ে ছাত্র-জনতার মিছিলে হাজারো মানুষের ঢল দেখে পিছু হটে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।

এদিকে পৌরসভার মুজিব চত্বরের প্রতিকৃতি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা।

স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যার দিকে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হককে বিষয়টি জানায় পথচারীরা। পরে বিকেল ৫টার দিকে উপজেলা যুবলীগের ব্যানারে একটি র‍্যালি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালানো হয়। কার্যালয়ের জানালার গ্লাস, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এসআইএস)