কারফিউ জারি: আ.লীগের আজকের শোক মিছিল স্থগিত
আজ সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শোক মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু কারফিউ জারির কারণে পূর্বঘোষিত এ কর্মসূচি বাতিল করেছে ক্ষমতাসীন দলটি।
একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতাও স্থগিত করা হয়েছে।
দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিলটি হওয়ার কথা ছিল। গত শনিবার ধানমন্ডির ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের ওইদিন বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি।
ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস