সিরাজগঞ্জে পথে পথে আনন্দ মিছিল
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ২০:১৮ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ২০:৩৯
পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরের পর পথে পথে জনস্রোত নিয়ে আনন্দ মিছিল উদযাপন করেছে সিরাজগঞ্জ জেলার বাসিন্দারা।
জেলা শহরের বিভিন্ন অলি-গলি ছাড়াও উপজেলা শহর ছেড়ে গ্রাম পর্যায়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ।
সোমবার দুপুরের পর থেকে বিভিন্ন সড়কে মিছিল বের হতে থাকে। আনন্দ মিছিলে যোগ দেন নানান বয়সের নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ।
সরেজমিনে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসিন্দারা সারিবদ্ধভাবে আনন্দ মিছিল করে। সকলের মনেপ্রাণে আনন্দের প্রতিচ্ছবি। আনন্দ মিছিল ছাড়াও মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে তাদের।
তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষা এবং সংগ্রামের পর এ সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষ নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে আমাদের আনন্দ উল্লাসের দিন। এছাড়া সেনাবাহিনীকে ধন্যবাদ জানান শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)