এত দ্রুত শেখ হাসিনা সরকারের পতন হবে ভাবিনি: অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ২০:২০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ২০:৪০
ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, গণআন্দোলনের সামনে আত্মসমর্পণ করতেই হলো আওয়ামী লীগ সরকারকে। শেখ হাসিনার আত্মসমর্পণ এতটাই হৃদয়বিদারক হলো যে- তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও বাংলাদেশে থাকতে পারলেন না। তাকে দেশ ছেড়ে পালাতে হলো। শেখ হাসিনার এই দেশত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের এই করুণ পতন হবে এটা কেউ ভাবতে পারেনি কখনো।
সোমবার ঢাকা টাইমসের সঙ্গে একান্ত আলাপে তিনি এসব বলেন।
ঢাবির সাবেক এই অধ্যাপক বলেন, দেশ এখন সম্পূর্ণরূপে সেনাবাহিনী গ্রহণ করেছে। ইতোমধ্যেই সেনাপ্রধান আজ (সোমবার) বিকাল পৌনে ৪টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেনÑ আন্দোলনকারীদের এখন সম্পূর্ণ শান্ত হতে হবে। আর কোনো ধ্বংসাত্মক কাজ করা যাবে না। তিনি খুব কম সময়ের মধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ ব্যাপারে তিনি রাষ্ট্রপতির সঙ্গে খুব কম সময়ের মধ্যেই আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি দেশের সব শ্রেণির মানুষকে শান্ত থাকতে বলেছেন। তিনি এও বলেছেন- এখন আর কোনো কারফিউ-এর প্রয়োজন নাই। সবকিছু এখন শান্ত পরিস্থিতির দিকে যাবে। তিনি আশা প্রকাশ করেছেন যে- সবাই শান্ত থাকলে এখন থেকে দেশ অবশ্যই স্বাভাবিক পরিস্থিতির দিকে যাবে।
আবুল কাশেম ফজলুল হক বলেন, কোটা-সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা গত এক মাস ধরে যে আন্দোলন করেছে, দেখা গেছে- তারা ঘন ঘন তাদের দাবি পরিবর্তন করে এক দফা দাবিতে গিয়ে এক সময় থিতু হয়েছে। সেটা হলো সরকারের পতন। সেই পতন হতে বেশি দেরি হয়নি। একদফা দাবির তিন দিনের মধ্যেই সরকারের পতন ঘটে গেল। শেখ হাসিনা শেষের দিকে এসে যতটুকু নমনীয় হয়েছিল তার শতকরা পাঁচ ভাগও যদি আগে হতো তাহলে এই সরকারের পতন হতো না। এটা সকলের জন্য ইতিহাসের শিক্ষা। অতিরিক্ত ক্ষমতার ব্যবহার ভালো না, সেটাই প্রমাণ হলো। ছাত্র কিংবা গণমানুষের ন্যায়সংগত দাবিকে আমলে নিতে হয়, তার গুরুত্ব দিতে হয়।
(ঢাকাটাইমস/০১আগস্ট/এএইচ)