কাদের মির্জার বাড়িতে তিন বস্তা টাকা, ভাগাভাগি করে নিল বিক্ষুব্ধ জনতা
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ২০:৪৮ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ২১:০৮
তার কত কাণ্ড, কত কথা। সংবাদমাধ্যমে নানা সময়ে শিরোনাম হতেন। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেই কাদের মির্জার বাড়িতে পাওয়া গেল বস্তাভর্তি টাকা।
সোমবার বিকাল সাড়ে ৫টায় বিক্ষুব্ধ জনতা কাদের মির্জার বাড়িতে হামলা চালায়। এসময় তার বাড়িতে মেলে তিন বস্তাভর্তি বিপুল পরিমাণ টাকা। পরে বিক্ষুব্ধ জনতা সেসব টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। তবে কী পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি।
কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। বিগত বছরগুলোতে কাদের মির্জার কারণে অনেকেই বাড়িছাড়া হয়েছেন। নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও বিস্তর।
সোমবার বিকালে এমন ক্ষতিগ্রস্ত জনতা কাদের মির্জার বাড়িতে হামলা চালায় বলে স্থানীয়রা জানান। এসময় তারা কাদের মির্জার ঘরে তল্লাশি করতে গিয়ে কয়েক ডজন পুলিশের ইউনিফর্ম আর টাকাভর্তি তিনটি বস্তা উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের ইউনিফর্ম পুড়িয়ে ফেললেও ভাগাভাগি করে নিয়ে গেছে টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক কাদের মির্জার প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন এ সংবাদ পাওয়ার পরই কাদের মির্জার বাড়িতে হামলার ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস)