নড়াইলে মাশরাফীর বাড়িতে অগ্নিসংযোগ, সাকিবের অফিসে হামলা
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ২১:১৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ২১:১৮
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। এসময় তারা বাংলাদেশ দলের ক্রিকেটার, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।
আজ বিকেলের দিকে এ ঘটনা ঘটে। ফেসবুকে পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে খেলোয়াড়ী জীবনে মাশরাফীর নিজের টাকায় করা ডুপ্লেক্স বাড়িটি।
মাশরাফীর বাড়ির পশ্চিম পাশে অবস্থিত নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের বাড়িতে একই তাণ্ডব চলে। পরে শহরের টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়।
আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনো কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। কানাডা লিগে খেলা সাকিব পরিবারের সঙ্গে সময় কাটাতে রয়েছেন যুক্তরাষ্ট্রে। পাকিস্তান সফরের জন্য শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে। ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা টাইগারদের।
(ঢাকাটাইমস/০৫ আগস্ট/এনবিডব্লিউ)