জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ২৩:০৪ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ২৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাত ১১টায় রাষ্ট্রপতির দপ্তর থেকে এ তথা জানানো হয়েছে।

এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি তার বাসভবন গণভবনে সেনাপ্রধানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে সংসদ ভেঙে অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোকপাত করবেন।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এসআইএস)