সাতক্ষীরা কারাগার ভেঙে বন্দিদের বের করে নিল বিক্ষুব্ধ জনতা
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ২৩:২৬
সাতক্ষীরা জেলা কারাগারের তালা ভেঙে সকল বন্দিদের বের করে নিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৫ আগস্ট) রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাবন্দিদের বের নিয়ে যাওয়া হয়।
সাতক্ষীরা জেলা কারাগারে নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী কারাগারে ৫৮০ বন্দি ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর বিক্ষুব্ধ জনতা কারাগারে হামলা করে।
এ সময় হামলাকারীরা কারাগারের তালা ভেঙ্গে বন্দিদের বের করে নিয়ে যায়।
কারাগার থেকে বের হওয়ার সময় কয়েকজন কারাবন্দিদের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা এত কিছু জানি না সবাই বের হচ্ছিল তাই আমরাও আসলাম। ভেতরে কেউ নেই।
এ বিষয়ে জানতে জেলা কারাগারের জেলারকে ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস