ছাত্র-শিক্ষকদের সঙ্গে বসবেন সেনাপ্রধান

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ০১:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই ছাত্র–শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগের মধ্যেই সোমবার পালিত হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। এদিন দুপুরে ছাত্র-জনতা সাবেক প্রধানমন্ত্রীর কার্যলয় ও সরকারি বাসভবনে প্রবেশ করে।

অন্যদিকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র লিখে সকালেই দেশ ছাড়েন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিকাল পৌনে ৪টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। পরে রাত ১১টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভাষণে রাষ্ট্রপতি জানান, দ্রতই সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এসআইএস)