চাঁদপুরে জেলাবাসীকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান শিক্ষার্থীদের
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জেলাবাসীকে শান্ত ও ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যার পর শহরের ইলিশ চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা সমন্বয়কদের পক্ষে সেখানে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. নাদিম পাটওয়ারী।
তিনি বলেন, ‘আমাদের দাবি পূরণ হয়েছে। দীর্ঘ এক মাস আন্দোলন করার পর আমরা বিজয় লাভ করেছি। আমাদের দাবির সঙ্গে অসংখ্য ভাইয়ের রক্ত মিশে আছে। এই বিজয় শুধু আমাদের, গোটা দেশবাসীর। যে আবু সাইদ ভাই প্রথম শহীদ হয়েছেন, তার ধারাবাহিকতায় আজকে আমাদের বিজয়।’
নাদিম বলেন, ‘চাঁদপুরবাসীকে বলব, কেউ যেন কোনো ধরণের ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হয়। এ ধরণের কাজ করলে আমাদের ভাইদেরও জীবন যাচ্ছে এবং সম্পদেরও ক্ষতি হচ্ছে। যারা এখন আছে তারা সকলেই আমাদের ভাইবোন এবং প্রতিবেশী। তাদের জানমাল রক্ষার দায়িত্বও আমাদের। তাদের নিরাপত্তা না দিলে আমরা দেশকে এগিয়ে নিতে পারব না। সকল সমন্বয়কদের পক্ষে বলব, চাঁদপুরবাসী শান্ত হোন। আর যাতে কোনো ধরণের জ্বালাও-পোড়াও না হয়। আমরা এ ধরনের ধ্বংসাত্মক কাজে জড়িত ছিলাম না।’
তিনি আরও বলেন, ‘চাঁদপুরবাসীর প্রতি আরও আহ্বান, কীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে আমরা মনোযোগী হবো।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সিয়াম পাটওয়ারী, আনাস ইবনে আলমগীর, মো. যোবায়ের ইসলাম আসিফ, মো. মানজুরুল এহসান পারভেজ, ফয়সাল খান, সাগর হোসেন, ইফরান কাদের রুহিন, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাকিবুল ইসলাম, মো. হাবিবুর রহমান, জাহিদ হাসান, ইসরাত জাহান, ফারিয়া নিশাত, সামিয়া আফরোজ, সামিয়া সানজু।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এজে)