শেখ হাসিনার পদত্যাগ: উচ্ছ্বসিত শোবিজের তারকারাও

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:৩১ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১০:২৬

বহু প্রাণের বিনিময়ে দাবি পূরণ হয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের। এক দফা দাবি মেনে নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খুব শিগগির বিশিষ্টজনদের নিয়ে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।

এদিন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের খবরটি প্রকাশ করতেই বিজয়ের আনন্দে মেতে ওঠে গোটা দেশ। ঢাকার রাস্তায় নেমে আসেন লাখ লাখ ছাত্র-জনতা। দেখা গেছে শোবিজ অঙ্গণের বেশ কয়েকজন তারকাকেও।

তবে সবাই তো আর রাস্তায় নামতে পারেননি। তাই সামাজিক মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন কয়েকজন তারকা। চলুন তবে দেখে নিই কে কী লিখেছেন।

বিএনপি ঘরানার সংগীতশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসায় ভাসিয়ে আরেক সংগীতশিল্পী সামিনা চৌধুরী লিখেছেন, ‘সত্যি! ছেলে-মেয়েদের কষ্ট শেষ হয়েছে? প্লিজ জানাও! আমি এখনো বুঝতে আর বিশ্বাস করতে পারছি না।’

গায়ক আসিফ আকবর লিখেছেন, ‘সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। আজ ৩৬শে জুলাই (৫ই আগস্ট) স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ।’

তিনি লেখেন, ‘মনে রাখতে হবে- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে, ধৈর্য্য ধরতে হবে। রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে, সকল বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতিই পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।’

আসিফ আরও লিখেছেন, ‘আমাদের সন্তান এই বিজয়ী ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্র/ছাত্রী এবং তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হইনি। বিশ্বাস ছিল, এই তারুণ্যই একদিন সমস্ত অচলায়তন ভেঙ্গে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসাবে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞঁতা। সবুজের বুকে লাল/ সেতো উড়বেই চিরকাল। সাবাশ বাংলাদেশ।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।’

চিত্রনায়িকা পরীমনি লিখেছেন, ‘তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসেব রাখে মা।’

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

শেখ হাসিনার পদত্যাগের পর ফেসবুকে একটি ছবি পোস্ট করে নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘স্বৈরাচারী ও খুনি শেখ হাসিনা থেকে মুক্ত বাংলাদেশ! এটা সম্ভব করার জন্য কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও আমার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। এটা মাত্র শুরু। আমরা আমাদের মাতৃভূমিকে সংস্কার করব।’

গায়ক তাসরিফ খান লিখেছেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে। আমরা এখন স্বাধীন।’

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘মুগ্ধদের বাংলাদেশে যাদের কলিজায় পানি নাই, তাদের পানি খাওয়ান। তাদের আঘাত না করে ঠিক মুগ্ধর মতোই বলেন ‘পানি লাগবে পানি।’

অভিনেত্রী ঈশিকা খান লিখেছেন, ‘ভেতরে যে এত দেশপ্রেম ছিল তা আগে বুঝি নাই! ছাত্র-জনতা বুঝিয়ে দিলো।’ অন্য একটি পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘এই আবেগ, এই কান্না! আহা! আজ চিৎকার করে এই খুশির কান্না কানতে চাই।’

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :