সুনামগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মন্দির পাহারায় মাদরাসা ছাত্র
প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ১৫:০৪ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১৬:৩৫
সুনামগঞ্জে বিভিন্ন মন্দিরের পাহারায় রয়েছে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়া পৌর শহরের ও জেলার প্রতিটি উপজেলায় মন্দিরসহ সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সচেতন মহলসহ সর্বসাধারণ। জেলায় সংখ্যালঘুদের উপর হামলা বা তাদের মন্দির ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের কোথাও কোনো মন্দির বা সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলা হয়নি বা তাদের কাউকে হয়রানি করার খবর পাওয়া যায়নি।
সোমবার রাত থেকে সংখ্যালঘুদের বসতবাড়ি, মন্দির ভাঙচুর করা হচ্ছে বলে গুজব ছড়ানো হয়। এরপর থেকে নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে মন্দিরে মন্দিরে অবস্থান করে মাদরাসার শিক্ষার্থীরা।
এআর জুয়েল নামে এক এলাকাবাসী জানান, সুনামগঞ্জে কোনো সংখ্যালঘুর উপর হামলা, হয়রানি হয়নি বা মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেনি। রাতে কে বা কারা গুজব ছড়িয়েছে। সুনামগঞ্জ সম্প্রতির শহর। এখানে সংখ্যালঘুদের মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কাওমি মাদরাসার শিক্ষার্থী।’
তিনি আরও বলেন, ‘আমি শহরের কালী মন্দিরে গিয়ে কাওমি মাদরাসার শিক্ষার্থীদের মন্দির পাহারায় থাকতে দেখেছি। এছাড়া শহরের প্রতিটি মন্দির পাহারায় রয়েছে সচেতন নাগরিক, আন্দোলনকারী ছাত্র ও জনতা। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুজবে কান দেবেন না। গুজবের বিষয় সবাই সর্তক থাকুন।’
মন্দির পাহারায় থাকা মাদরাসাসা শিক্ষার্থীরা জানান, ‘এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই মানুষ। আমরা একে অপরের ভাই। কোনো ভাই ক্ষতিগ্রস্ত হোক বা হয়রানি হোক, তা আমরা চাই না। মঙ্গলবার ফজরের পর থেকেই কালী বাড়ি মন্দিরে অবস্থান করছি। শহরের প্রতিটি মন্দিরেই আমাদের কাওমি মাদরাসার শিক্ষার্থীরা নিরাপত্তা দিতে অবস্থান করছে।’
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এজে)