শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া প্রসঙ্গে যা বললেন কঙ্গনা

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ১৬:১৩

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

ছাত্র-জনতার এক দফা আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে হেলিকপ্টারে করে তিনি উড়ে যান ভারতে। বর্তমানে আছেন দেশটির রাজধানী নয়া দিল্লিতে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিতর্কিত এই অভিনেত্রী লিখেছেন, ‘ভারত হলো তার আশেপাশের সকল মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি। আমরা গর্বিত এবং সম্মানিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিতবোধ করেন।’

নিজের দেশের নিরাপত্তার প্রশংসা করে কঙ্গনা আরও লিখেছেন, ‘মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সৌভাগ্যবান যে রাম রাজ্যে থাকি। জয় শ্রী রাম।’

ঠোঁটকাটা হিসেবে বলিউডে বেশ দুর্নাম রয়েছে কঙ্গনার। বেশ কয়েকজন স্বনামধন্য তারকা বিভিন্ন সময়ে তার বেফাঁস মন্তব্যের শিকার হয়েছেন।

এ বছর আবার ভারতের লোকসভা নির্বাচনে মান্ডি আসন থেকে ক্ষমতাসীন বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপর থেকে তার কথার ধার আরও বেড়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া বিষয়ে কঙ্গনার করা মন্তব্য যেন সেটাই প্রমাণ করল।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এজে)