শেখ হাসিনার দেশত্যাগে যা বলছে সাধারণ জনগণ
প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ১৭:১৭
গণআন্দোলন আর সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। পুরো জুলাই মাস জুড়ে ছাত্র আন্দোলন শেষে এক দফা দাবিতে লাগাতার কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হলেও সোমবার তার পদত্যাগ খবর শুনে আনন্দ উল্লাসে মাতে দেশবাসী।একদিন পরও সেই উল্লাস থামেনি।
মঙ্গলবার রাজধানীর স্থানে ঘুরে সাধারণ মানুষকে উৎসব আনন্দ করতে দেখা গেছে। এদিন দুপুরে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ জড়ো হচ্ছে শাহবাগ চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন এলাকায়।
এখানে ঢাকা টাইমসের সঙ্গে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেয়া আকতারের সঙ্গে। তিনি বলেন, ‘স্বাধীনতার এই অর্জন রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে আমরা যা পেয়েছি সেটাতে সবাই খুশি। তবে এই আনন্দ যেন কোন সম্প্রীতিকে আঘাত করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।’
রিকশা চালক আকবর মিয়া বলেন, ‘ঢাকায় রিকশা চালাই। ১৭ বছর বাড়ি যেতে পারিনি। বাড়ি গেলেই হামলা করে। সেখানে লোকজন আমাকে বলে, তুই ঢাকায় গিয়ে বিভিন্ন সরকার বিরোধী মিছিলে অংশ নিস, আন্দোলন কারিস । তারা আমার বাড়িতে লুট করেছে। ’
টিএসসি চত্বরে ভ্রামমান পান বিক্রেতা মোহাম্মদ সাইফুল বলেন ” দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে কথাই বলতে পারিনি। আজ নিজেকে স্বাধীন মনে হচ্ছে”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কথা হয় মোহাম্মদ লুৎফরের সঙ্গে। দুই ছেলে মেয়েকে নিয়ে শংকায় দিনপাত করছিলেন তিনি। সোমবারের পর থেকে তিনি নিজেকে মুক্ত মনে করছেন। তিনি আরও জানান, ‘স্বাধীন এই দেশে যারা বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা দুষ্কৃতকারী। দ্রুত তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।’
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরের দিন ঢাকার রাস্তায় কমবেশি মানুষকে দেখা গেছে। যানবাহনসহ ব্যক্তিগত কাজে অনেকেই বের হয়েছেন। নানা প্রতিক্রিয়া ও চাওয়া পাওয়ার মাঝে সবার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ও সাধারণ জনগণকে মূল্যায়ন করা হবে।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এএইচ /এমআর)