পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই প্রভাবশালী নেতা
আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই প্রভাবশালী নেতাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এই দুই নেতাকে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আটক দুই নেতা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।
এর মধ্যে সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়। বর্তমানে তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। রিয়াজও বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আটক হন।
অভিযোগ আছে, সৈকত এবং রিয়াজের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানী জুড়ে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায় ছাত্রলীগ।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এজে)