সোনারগাঁয়ে ছাত্র-জনতা ও বিএনপির আনন্দ র‌্যালি

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ১৯:১০ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১৯:৫৫

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

স্বৈরাচারী সরকার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আনন্দর‍্যালি বের করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি।  

মঙ্গলবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম মুকুলের নেতৃত্বে এ আনন্দর‍্যালি করা হয়। 

এসময় শাহ আলম মুকুল তার বক্তব্যে বলেন, ছাত্রদের আন্দোলন আজ আমাদের রাজনৈতিক দলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। স্বৈরাচার বিরোধী ৯০ এর আন্দোলনে অন্যতম সমন্বয়ক হিসেবে আমি আন্দোলন করেছিলাম। আজ ছাত্রদের বুকের তাজা রক্ত যেভাবে দেশের জন্য উৎসর্গ করেছে তা পৃথিবীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সে সাথে দীর্ঘ সাড়ে ১৫ বছর বিএনপি যে অত্যাচারিত ও নিপীড়িত হয়েছে আজকে তার পরিসমাপ্তি হলো। সোনারগাঁ বিএনপির এ বিজয় র‍্যালি আমাদের শহীদ ও আন্দোলনের সঙ্গে জড়িত সকলকে উৎসর্গ  করলাম।  

এসময় ছাত্র-জনতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আহমেদ ইমতিয়াজ বকুল, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম বাচ্চু, কামরুল হাসান লিটন, জাকির হোসেন বাবু, সালাউদ্দিন সালু, নুর-ইয়াসীন নোবেল, মিঠু, নাঈমুল ইসলাম বাপ্পীসহ অনেকে।
(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)