কেন বিদেশ যেতে পারছেন না আ.লীগের নেতারা? যা জানা গেল

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ২৩:০১ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ২৩:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর দেশত্যাগ করতে বিমানবন্দরে যাচ্ছেন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীরাসহ বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ। তবে ইমিগ্রেশনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তাদের দেশত্যাগে বাধা দেওয়া হচ্ছে, করা হচ্ছে আটকও।

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় তথ্য জানানো হয়েছে।

 

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাতে বার্তায় বলা হয়, বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি  কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

 

সূত্র বলছে, বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে। এছাড়া ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এলএম/কেএম