শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি, দাবি ছেলে জয়ের
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১০:০৮ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১১:১৮
পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই শোনা যাচ্ছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এমন খবরকে মিথ্যা দাবি করলেন আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার রাতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এ দাবি করেন। তিনি বলেন, ‘আম্মু কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি। তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না।’
যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়া প্রসঙ্গে জয় বলেন, ‘আম্মুর আশ্রয় সংক্রান্ত অনুরোধের প্রতিবেদনগুলো সঠিক নয়। তিনি কোথাও আশ্রয় পাওয়ার অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের নীরব থাকার বিষয়টি সত্য নয়।’
এদিকে, শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। সে বিষয়ে জয় সাক্ষাৎকারে জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি।
তাহলে কোথায় থাকবেন শেখ হাসিনা? জয় বলেন, ‘আমি ওয়াশিংটনে, আমার খালা লন্ডনে, আমার বোন দিল্লিতে থাকেন। তবে আম্মু কোথায় থাকবেন, আমরা এখনো জানি না।’
শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে জয় বলেন, ‘আম্মু অবসরের কথাই ভাবছিলেন। এটাই ছিল তার শেষ মেয়াদ।’
শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এর কয়েক মিনিট পরই তিনি উড়ে যান ভারতে। বর্তমানে রয়েছেন নয়া দিল্লিতে। এরপর কোন দেশ হবে তার ঠিকানা, তা এখনো চূড়ান্ত নয়।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/এজে/ইএস)