চাঁদপুরে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের ১০০ নেতাকর্মী জামিনে মুক্ত
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১০:১৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:১৪
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের ১০০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
এই তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল ও অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১ জুলাই থেকে আটক সকল নেতাকর্মীকে সিনিয়র জেলা ও দায়রা মুহসিনুল হক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আলম সিদ্দিকের পৃথক আদালত এই জামিন মঞ্জুর করেন।
শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট কোহিনূর রশীদ, অ্যাডভোকেট মাইনুল, অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশসহ অন্যান্য আইনজীবী।
জামিন পাওয়া কজন নেতাকর্মীর নাম জানা গেছে। এরা হলেন– জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, যুবদল নেতা কাইয়ুম খান, ইউছুফ মিয়াজী, শরীফ মুন্সি, মেহেদী হাসান রনি, রফিক মিয়াজী।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ অনেকে।
এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত নেতাকর্মীদের চাঁদপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশ দেন। কোন অবস্থাতেই যেন কোনো নেতাকর্মী কারো সাথে খারাপ আচরণ না করে।
(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)