ভারতে পালানোর সময় নগদ টাকাসহ রাসিকের হিসাবরক্ষক আটক

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১০:৩৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১১:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস

ভারতে পালানোর সময় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনে রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষক নিজামুল হুদাকে নগদ টাকাসহ আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। 
মঙ্গলবার দুপুর ২টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটক করা হয়। তার কাছে নগদ তিন লাখ ৩১ টাকা পাওয়া যায়।
তিনি রাজশাহী উপ-শহরের হাউজিং এস্টেট মহল্লার মো. সাইদুর রহমানের ছেলে। 
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। 
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সোনাসজিদ ইমিগ্রেশন দিয়ে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হুদাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে বাংলাদেশি তিন লাখ ৩১ হাজার টাকা পাওয়া যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।


(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)