বাংলাদেশ নিয়ে গুজব না ছড়াতে সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৩:২৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১৩:২৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে কোনওরকম উত্তেজনা যাতে না ছড়ায়, তা নিশ্চিত করতে ফেসবুকের মতো সামাজিকমাধ্যমে কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গ পুলিশ৷ ইতোমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদ্বেষমূলক বা উস্কানিমূলক পোস্ট করার জন্য প্রায় ২৫০ জনকে ফোন করে পোস্ট ডিলিট করানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে৷
কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার থেকে বাংলাদেশে উত্তেজনা শুরুর পর থেকেই এ শহরের অনেক বাসিন্দাই ফেসবুকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন৷ যার মধ্যে অনেক পোস্টই বিদ্বেষমূলক এবং অশান্তিতে উস্কানি দিতে পারে। মঙ্গলবার এই রকম পোস্টদাতা ২৫০ জনকে সরাসরি ফোন করে অবিলম্বে তাদের পোস্ট ডিলিট করতেও নির্দেশ দেওয়া হয়৷
এদিকে মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন৷
বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান, কোনোভাবেই বাংলাদেশ নিয়ে যেন কেউ কোনো উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য না করতে পারে৷ যেহেতু বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের দীর্ঘ সীমান্ত রয়েছে, তাই সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বাড়তি সতর্কতা ছাড়াও সামাজিমাধ্যমেও কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন পুলিশকে৷
সূত্র: নিউজ১৮
(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমআর)