রংপুরে কোটা আন্দোলনে গ্রেপ্তার হওয়া ১০৪ জন জামিনে মুক্ত
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৪:১০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১৪:২১

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া ১০৪ জনকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃতদের মুক্তির জন্য মঙ্গলবার বিভিন্ন আদালতে আবেদন করা হলে বিকালে তাদেরকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম।
এদিন বিকালে জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের বরণ করে নিতে ফুলের তোড়া, মালা নিয়ে দাঁড়িয়ে থাকেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসলে তাদের বরণ করে নেওয়া হয়। জামিনপ্রাপ্তদের মধ্যে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন বলে জানা গেছে।
এদিকে দীর্ঘদিন পর ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া জামায়াতে ইসলামীর কার্যালয়ের তালা খোলা হয়েছে। নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের মরিচা পড়া গেটের তালা ভেঙে সেখানকার ময়লা-আগাছা পরিষ্কার করেন নেতাকর্মীরা। বিকালে কার্যালয়ের সামনে জামায়াতে ইসলামীর কার্যালয় লেখা সম্বলিত বোর্ড টাঙ্গানো হয়।
এদিকে কারফিউ তুলে নেওয়ায় সকাল থেকে নগরীর দোকানপাট খুলেছে। নগরীর চিরচেনা ব্যস্ততা দেখা গেছে। তবে সড়কে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। নগরীর মডার্ন মোড় এলাকা ও ক্যাডেট কলেজের সামনে সেনাবাহিনীর একটি দল মোতায়েন থাকতে দেখা গেছে।
(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)