বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ পাকিস্তানের

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৪:৫৬ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১৫:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিাস্তান। একইসঙ্গে শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়ে মারাত্মক বিক্ষোভের পর বাংলাদেশ শান্তিপূর্ণ ও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা জানিয়েছে দেশটি। 

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে... দেশটি শান্তিপূর্ণ ও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা করছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা নিশ্চিত যে বাংলাদেশী জনগণের স্থিতিস্থাপক চেতনা এবং ঐক্য তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’

প্রসঙ্গত, প্রবল গণআন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছেড়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবের ভিত্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মু ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এর মধ্যেই  পাকিস্তানের বিবৃতিটি এলো।


(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমআর)