ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৬:৫২ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১৬:৫৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস

ব্রাহ্মণবাড়িয়া শহরের  বিভিন্ন সড়কে  ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শহরের কাউতলি, টি এরোড কে দাস মোড়সহ বিভিন্ন সড়কে ট্র্যাফিকের দায়িত্ব পালন করছেন তারা।

শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকে  রাত পর্যন্ত যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে সড়কে অনেকটা শৃঙ্খলাও ফিরে এসেছে।

ট্র্যাফিক পুলিশ না থাকায় পালাক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত দুইদিন যাবত কাজ করছেন তারা।

 

সাধারণ মানুষ বিভিন্ন যানবাহনের চালকেরা তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানাসহ বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগের কারণে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতেও দেখা গেছে শিক্ষার্থীদের।

ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস