ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৬:৫২ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১৬:৫৩
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শহরের কাউতলি, টি এরোড ও কে দাস মোড়সহ বিভিন্ন সড়কে ট্র্যাফিকের দায়িত্ব পালন করছেন তারা।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত যানজট নিরসনে এ দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে সড়কে অনেকটা শৃঙ্খলাও ফিরে এসেছে।
ট্র্যাফিক পুলিশ না থাকায় পালাক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত দুইদিন যাবত এ কাজ করছেন তারা।
সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকেরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানাসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতেও দেখা গেছে শিক্ষার্থীদের।
ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস