কুষ্টিয়া শহর পরিষ্কার অভিযানে শিক্ষার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৭:১১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারা দেশের মতো কুষ্টিয়াতেও লাখো জনতা রাস্তায় নেমে উল্লাস করেছে। এতে কুষ্টিয়া মডেল থানাসহ শহরজুড়ে বিশৃঙ্খলায় সৃষ্ট ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকালে মজমপুর গেট এলাকা থেকে তারা এ কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে পুলিশের অনুপস্থিতিতে শহরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা।

এদিকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার খবরে উল্লাসের মাঝেই কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক আনন্দ উল্লাস হয়েছে। বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় গিয়ে দেখা যায়, থানা ও ট্র্যাফিক বিভাগের সকল পুলিশ এখন ব্যারাকে। কোনো জরুরি প্রয়োজনেও পুলিশের কাছে সেবা পাওয়ার সুযোগ নেই।

এমন পরিস্থিতিতে শহরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

মজমপুর গেটে, থানা ট্র্যাফিক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দাঁড়িয়ে যানবাহন চলাচলে সহায়তা করছেন তারা। একই সঙ্গে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে দিনভর রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ পথচারীরা।

এমন কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা বলেন, দুষ্কৃতকারীদের হামলায় ভাঙচুর হওয়া সদর থানাসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। ট্র্যাফিক ব্যবস্থারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করার অনুরোধ জানান।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের চিত্র পরিদর্শন করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় জেলা জামায়াতের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা পুলিশকে থানায় থেকে আইনশৃঙ্খলা কার্যক্রম শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে থানা পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :