অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৮:০১ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ২০:৩১
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নেবে। এই সরকারের আকার হতে পারে ১৫ সদস্যের।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে সেনা সদরদপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। ড. ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী।’
শিগগির দেশের পরিস্থিতি অবাধ ও সহজ ফেরত আসার আশা রেখে জেনারেল ওয়াকার বলেন, সেনা, বিমান ও নৌবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, সবাই মিলে সাহায্য করবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তিন বাহিনী জনগণের সঙ্গে আছে। সুন্দর ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আশা করি।
সেনাপ্রধান বলেন, পুলিশের মনোবলও ফেরত আসবে তুলে ধরে সেনাপ্রধান বলেন, পেশাদার ফোর্স হিসেবে তারা দ্রুত কাজ করতে সক্ষম হবেন।
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, গুজব চলছে, গুজবে কান দেবেন না। গুজব রটাবেন না। নিবৃত থাকলে ভালো হবে।
সেনাপ্রধান বলেন, তাৎক্ষণিক অনেক কিছু ঘটলেও পরিস্থিতি এখন শান্ত হয়ে আসছে। পুলিশ কোনো ডিউটিতে নাই। পুলিশ একটি বড় ফোর্স, যেটার কারণে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সেনাবাহিনীর সক্ষমতা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তার পরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এ সমস্ত সমস্যা থেকে উদ্ধার করেছি। বহু পুলিশ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা দেওয়ার কাজ আমরা করেছি। বিমানবন্দর, গুরুত্বপূর্ণ জায়গা, বিচারকের কার্যালয়ের মতো জায়গাগুলো আমরা নিরাপত্তা দিচ্ছি। এর পরেও যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য আমি দুঃখিত ও ব্রিবত।
‘আমাদের উপরে যে চাপ যাচ্ছিলো তা নৌবাহিনী ও বিমানবাহিনীও সহায়তা করেছে। আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি এর পরেও যা হয়েছে তার বিষয়ে আমাদের প্রস্তুতি ছিল না। আমি নিশ্চিত যে যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তখন পরিস্থিতি আবারো স্বাভাবিক হবে। পুলিশ একটি বিরাট বাহিনী, যদি এটি নিষ্ক্রীয় হয়ে যায় তাহলে তা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব নয়।’ বলেন ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান বলেন, ‘আমি নিশ্চিত যে পুলিশ খুব দ্রুত পুনর্গঠিত হবে এবং এই সমস্যাগুলোকে প্রতিহত করতে সক্ষম হবে। আমি নিশ্চিত করে বলতে পারি যে, যারা এই ধরনের কাজ করেছে আমরা তাদের খুব দ্রæত আইনের আওতায় আনবো।’
ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে রয়েছেন। সেখান থেকে বৃহস্পতিবার ঢাকায় আসবেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল ইসলাম।
এক দফা দাবিতে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/কেএম)