বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচার কাজ চলবে

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৮:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত পর্যায়ে চলবে।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিষ্ট্রার প্রশাসন ও বিচার (ভারপ্রাপ্ত) কাজী আরাফাত উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পর্যায়ে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে।

এতে আরো বলা হয়, এ সময়ে দপ্তর ও শাখা সমূহের কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে।  

এরআগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন সিদ্ধান্ত নেন যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আগামী বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের দাফতরিক কাজ পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন এ তথ্য জানান।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমআর)