বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ১৯:৫১

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস

বেনাপোলে সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এছাড়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি নেতাকর্মীরা যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে বেনাপোল দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় সজীব হালদার নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি। তিনি ঢাকার নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বিজিবি জানায়, যশোরের শার্শা বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যশোর ৪৯ খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন। ইতোমধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং বন্দর এলাকাসহ স্থল রেলপথে  বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি।  অবৈধ পথে ভারতে যাওয়ার  জন্য বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধান্যখোলা, রঘুনাথপুর, গোগা, শিকারপুর হরিশ্চন্দ্রপুর সীমান্ত পথ ব্যবহার করা হয়।

বিজিবি আরও জানায়, দেশব্যাপী সহিংসতা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর  দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে প্রবেশকারীদের রুখতে মঙ্গলবার ঢাকা সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়। ফলে সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্কবস্থায় রাখা হয়েছে।

এদিকে সীমান্তে ভারতীয় বিএসএফও কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, দেশের এই পরিস্থিতিতে বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত কমেছে। ভ্রমণ ভিসায় কড়াকড়ি এবং মেডিকেল ভিসায় যাত্রী যাতায়াত করছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে কঠোর নজরদারি রাখা হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি নেতাকর্মীরা যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে সে ক্ষেত্রে প্রত্যেক বিওপি পোস্টে কঠোর নিরাপত্তা জোরদারসহ অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস