ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ, আটক ৩
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ২০:০৮ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ২০:২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে তিন চোরাকারবারিকে। ২৫ বিজিবির অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরে বিজিবির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৪ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকাগামী বালু বোঝাই ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব উপায়ে ট্রাকে লুকিয়ে রাখা কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার সানগ্লাস এবং চশমা আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার একশত টাকা।
এছাড়াও গত ১ আগস্ট দুই কোটি ২৬ লক্ষ ১৮ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট ও চিনি এবং ৩০ জুলাই তিন চোরাকারবারিকে আটকসহ ১৪ টন ভারতীয় চিনি এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। যার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা এবং ঢাকা-সিলেট মহাসড়ক সার্বক্ষণিক সচল রাখার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যরা টহল কার্যক্রম পরিচালনাকালে জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়।
ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস