আমাকে গুম করে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল: নাহিদ ইসলাম
ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ২০:২০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাকে গুম করে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল।
বুধবার রাত সোয়া ৮টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়টি জানিয়েছেন।
নাহিদ লিখেছেন, ‘আমাকে গুম করে ২৪ ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না।’
গুম হওয়া ব্যক্তিদের গোপন স্থানে আটকে রাখার বিষয়টি গণমাধ্যমে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/এসকে/কেএম)