কুমিল্লায় ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা 

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ২১:১০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস

কুমিল্লার সড়কগুলোতে অবস্থান ধরে রেখেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ট্র্যাফিক পুলিশের অনুপস্থিতিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারাই মূলত সড়কে গাড়ি চলাচলসহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করছেন।

বুধবার সকাল থেকে কান্দিরপাড়, ধর্মসাগর, রাজগঞ্জ, চকবাজার এবং বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কান্দিরপাড় এলাকায় শিক্ষার্থীরা সড়কে কাজ করছেন। তারা যাত্রীবাহী সিএনজি, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের জন্য আলাদা লেন নিশ্চিত করছেন। একইসঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও কড়া নজর রাখছেন। 

কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (কলেজ-বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের ট্র্যাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

কুমিল্লা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ঐশী রানি সরকার বলেন, গতকাল সারাদিন আমরা একাই সড়ক নিয়ন্ত্রণ করেছি। তবে আজ আনসার রয়েছেন। তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। সবাই মিলেই সেটি গড়তে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। এখন আমাদের দেশকে আমরাই সাজাবো। সড়কে এতদিন নানা অসংগতি থাকলেও এখন আর সেগুলো করতে দেওয়া হবে না। তরুণদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা যেকোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে বদ্ধপরিকর।

ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস