সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ২১:১৫ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ২১:২৭
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে করা চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
এর আগে বাতিল করা হয় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/কেএম)